শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

এটিএম কার্ড জালিয়াতির মূলহোতা আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৮, ১২:০৪ পিএম

সম্প্রতি পাঁচ ব্যাংকের কার্ড জালিয়াতির মূলহোতাকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ বুধবার সকালে সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল মঙ্গলবার দিনগত রাতে তাকে আটক করে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের একটি দল। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে ১৫শ’ ক্লোন কার্ড, কার্ড তৈরির মেশিন এবং বিপুল পরিমাণ সামগ্রি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার নামপরিচয় জানাতে পারেননি তিনি।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান এএসপি শারমিন।
রাজধানীর বনানী এলাকার একটি সুপারশপে কেনাকাটা করেছেন এমন ৪৯ গ্রাহকের তথ্য নিয়ে নতুন কার্ড তৈরি করে ২০ লাখ টাকা তুলে নেয় একটি চক্র। এ ঘটনায় ভুক্তভোগীরা বেসরকারি খাতের ব্র্যাক, দি সিটি, ইস্টার্ন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও ব্যাংক এশিয়ার গ্রাহক।
এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বিশেষ ক্যামেরার মাধ্যমে এটিএম থেকে তথ্য সংগ্রহ করে কার্ড জালিয়াতি হয়। সে সময় ইস্টার্ন, দি সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রায় ১ হাজার ২শ’ কার্ড বাতিল করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন