মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মহাপরিচালক বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাংলাবান্ধা-ফুলবাড়ী আইসিপিতে জয়েন্ট রিট্রিট সেরিমনি’র উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার বিকালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাধীন বাংলাবান্ধা-ফুলবাড়ী আইসিপিতে জয়েন্ট রিট্রিট সেরিমনি’র উদ্বোধন করেন বিজিবি মহাপরিচারক ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে। সদর দপ্তর বিজিবি পিলখানা ঢাকায় মহাপরিচালক বিজিবি এবং বিএসএফ পর্যায়ে অনুষ্ঠিত সীমান্ত সম্মেলন শেষে ১৮ বর্ডার গার্ড ব্যাটলিয়নের দায়িত্বাধীন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাধীন বাংলাবান্ধা-ফুলবাড়ী আইসিপিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে অত্যন্ত আনন্দঘন ও জাকজমকপূর্ণ পরিবেশে জয়েন্ট রিট্রিট সেরিমনি’র উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মহাপরিচালক শ্রী কিষান কুমার শর্মা, আইপিএস উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেলারেল মোঃ মজিবুর রহমান, ওএসপি, পিপিএম, (সেবা), এনডিসি, পিএসসি, সদর দপ্তর বিজিবি ঢাকা, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, রিজন সদর দপ্তর, রংপুর, এবং ড. রাজেস মিশরা, আইপিএস,আইজি বিএসএফ, নর্থ বেংগল ফ্রন্টিয়ার, শিলিগুড়ি এবং বিজিবি-বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসাবে দুই দেশের সরকারি এবং বে-সরকারি পর্যায়ের কর্মকর্তাগণ, স্থানীয় রাজনৈতিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ, ইলেক্ট্রনিক্ ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। মহাপরিচালকদ্বয় বাংলাবান্ধা-ফুলবাড়িতে অনুষ্ঠিত জয়েন্ট রেট্রিট সেরিমনি মোড়ক উম্মোচন ও স্ব-স্ব দেশের জাতীয় পতাকার রং এর বেলুন অবমুক্তকরনের মাধ্যমে জয়েন্ট রেট্রিট সেরিমনি উদ্বোধন ঘোষিত হয়। অতঃপর ভ্রাতৃত্বের সেতু বন্ধনের অংশ হিসাবে বিজিবি-বিএসএফ প্যারেড কন্টিনজেন্ট চমকপ্রদ ও মনমুগ্ধকর প্যারেড প্রদর্শন করেন। প্যারেড শেষে বিজিবি মহাপরিচালক ভারতীয় কন্টিনজেন্ট উপহার প্রদান করেন। অনুরুপভাবে বিএসএফ মহাপরিচালক বিজিবি প্যরেড কন্টিনজেন্ট উপহার প্রদান করেন ।পরিশেষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে এ ঐতিহাসিক জয়েন্ট রিট্রিট সেরিমনিকে স্বরণীয় করে রাখার জন্য স্বারকচিহ্ন বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শেষ করেন। অনুষ্ঠানপর্ব সম্পন্নের সাথে সাথেই প্রতিদিন বাংলাবান্ধা-ফুলবাড়ি আইসিপিতে যৌথভাবে প্যারেড পরিচালনার আনুষ্ঠানিক স্বীকৃতির প্রাপ্তি ঘটে এবং ভ্রাতৃত্বের সেতুবন্ধনের নতুন অধ্যায় রচিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে বিএসএফ মহাপরিচালক ভারতে প্রত্যাবর্তন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন