জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিএমভি’র ব্যানারে মুক্তি পেল নুসরাত ফারিয়ার গাওয়া আলোচিত গান-ভিডিও ‘পটাকা’। গত ২৬ এপ্রিল গানটির ভিডিও উন্মুক্ত করা হয় সিএমভি’র ইউটিউব চ্যানেলে। একইসঙ্গে এক্সক্লুসিভলি ভিডিওটি উপভোগ করা যাচ্ছে দেশের অন্যতম ভিডিও শেয়ারিং সাইট বাংলাফ্লিক্স-এ। ‘পটাকা’র প্রকাশনা উৎসবে সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু তার বক্তব্যে বলেন, ‘নুসরাত ফারিয়া আমাদের দুই বাংলার চলচ্চিত্রের উজ্জ্বল মুখ। একদিন খবর পেলাম তিনি গান গেয়েছেন। ভাবলাম শখের বসে গান তো যে কেউ গাইতেই পারেন। কিন্তু গানটি শোনার পর আমার সেই সাধারণ ধারণা বদলে গেল। বিস্মিত হলাম তার কণ্ঠ শুনে! তিনি অসাধারণ গেয়েছেন। গানটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। সেই গানের সঙ্গে ভিডিওতেও সমান ছন্দ তুলে ধরেছেন তার নাচে। নুসরাত ফারিয়া জানান, অনেকটা চুপিসারে গত বছর ডিসেম্বরে ‘পটাকা’ গানের রেকর্ডিং করেন তিনি। প্রায় ৬ মাস অনুশীলন করে তারপর এ গানের রেকর্ডিংয়ে দাঁড়িয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন রাকিব রাহুল। এর সুর-সংগীত করেছেন প্রীতম হাসান। গানটির ভিডিও কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন ভারতের পরিচালক বাবা যাদব। নুসরাত ফারিয়া বলেন, ‘কৃতজ্ঞতা প্রকাশ করছি এই গানটির সঙ্গে সংশ্লিষ্ট মানুষকে। এটা অনেক সুন্দর একটা গান। আপনারা এই গানটিকে অনুভব করবেন এবং গানের তালে তালে নাচবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন