অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি বাহিনীর মাত্রাতিরিক্ত দমন পীড়নের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান জেইদ রাদ আল হোসেইন। গত শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে আসা ফিলিস্তিনিদের ওপর এ ধরনের হামলা অবশ্যই বন্ধ করতে হবে এবং অসংখ্য ফিলিস্তিনিকে যারা হত্যা এবং আহত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। গত চার সপ্তাহ থেকে গাজা সীমান্তের কাছে অনুষ্ঠিত ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ইসরাইলি বাহিনীর হামলায় ৪২ ফিলিস্তিনি নিহত এবং ৫৫০০ জনেরও বেশি আহত হয়েছে। ইসরাইলি বাহিনীর পক্ষে কতজন হতাহত হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন