আগামী অর্থ বছরে প্রতিরক্ষা খাতে অনেক বেশি অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে পাকিস্তান। জাতীয় নির্বাচন সামনে রেখে এভাবে সামরিক বরাদ্দ বৃদ্ধির বিরোধিতা করেছেন অনেক আইনজীবী। ফলে জাতীয় পরিষদে গত শুক্রবারের অধিবেশনটি অনেক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। নির্বাচনকে সামনে রেখে পূর্ণ এক বছরের বাজেট ঘোষণা করছে রাজনীতিতে নিষিদ্ধ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)। এর তীব্র বিরোধিতা করেন বিরোধী দলীয় এমপিরা। এক পর্যায়ে তারা ওয়াকআউট করেন। পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল যখন বাজেট অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন তখন তার বক্তব্যে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন অনেক এমপি। ডন, এক্সপ্রেস ট্রিবিউন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন