শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ব্যাংক খাতে লেনদেন ১৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাত। ডিএসইতে মোট লেনদেনের ১৯ শতাংশ অবদান রয়েছে এই খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, পুরো সপ্তাহে ব্যাংক খাতে ৮৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। জ্বালানি-বিদ্যুৎ খাতে ১১ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে এই খাতে ৫৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বস্ত্র ও প্রকৌশল খাতে ১০ শতাংশ লেনদেন করে যৌথভাবে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষে থাকা অন্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে নয় শতাংশ, আর্থিক ও জীবন বিমা খাতে তিন শতাংশ, আইটি ও সিরামিক খাতে ২ শতাংশ করে লেনদেন হয়েছে। এছাড়া ট্যানারি, সেবা-আবাসন, ভ্রমণ-অবকাশ, সাধারণ বিমা, পাট ও মিউচ্যুয়াল ফান্ড খাতে এক শতাংশ করে লেনদেন হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন