শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শিবগঞ্জে সৎ ভাইয়ের হাতে ভাই খুন, আটক ১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি | প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:৫২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাইয়ের হাতে খুন হলেন ডিম বিক্রেতা জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে খবর পেযে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের বিশারত আলীর ছেলে। পুলিশ এ ঘটনায় জাহাঙ্গীরের সৎ ভাই কেতাব আলীকে আটক করেছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, প্রতিদিনের মত ডিম বিক্রি করে রাতে বাড়ি ফেরার পথে চৌধুরীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ সকালে পুলিশ ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ আরো জানায়, ঘটনাস্থল থেকে একটি বাইসাইকেল, একটি মোবাইল ও তার কাছে থাকা ৩৭০০টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে কেতাব আলী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন