মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পশ্চিম বিভাগের হেফাজতে থাকা এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম আসলাম (৪৫)।। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, আজ রোববার বিকেলে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মাহাবুব ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসলামকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন। ওই লাশ এখন লাশ মর্গে।
তিনি সাংবাদিকদের জানান, তিনি (আসলাম) অসুস্থ ছিলেন। এ অবস্থায় আমরা তাঁকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক কিছু পরীক্ষা দিয়ে ছিলেন, ওই পরীক্ষা করে নিয়ে আসার পর আবার নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে তিনি আসলামকে রাজারবাগ হাসপাতাল নিয়ে গিয়েছিলেন বলে জানান। ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, এ বিষয়ে খুজ খবর নেয়া হচ্ছে। রাত ৮টা পর্যন্ত নিহতের পরিবারের কেউ হাসপাতালে যাননি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন