কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত জারীর দাবীতে বুধবার নেত্রকোনায় মানববন্ধন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
দুযোর্গপূর্ণ আবহাওয়া ও তুমুল বৃষ্টিপাত উপেক্ষা করে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেত্রকোনা জেলা শাখার ব্যানারে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত নেত্রকোনা সরকারী কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচী পালন কালে প্রধানমন্ত্রী ঘোষিত কোটা প্রথা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত জারীর দাবী জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেত্রকোনা জেলা শাখার আহবায়ক মোঃ ফাহিম রহমান খান পাঠান, সদস্য মিঠু আহমেদ, ইমরান হোসেন ইমন, সাকলাইন মোস্তাক সজীব, মোঃ সাদ্দাম হোসেন ও সেন্টু রঞ্জন দাস প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন