সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিলের বিষয়ে প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী প্রজ্ঞাপন ( গ্রেজেট নোটিফিকেশন) জারির দাবিতে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ক্লাশ এবং পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় কোট সংস্কারের দাবির পক্ষের আন্দোলনকারিরা।
ক্লাশ পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের সামনে বাঁশেরহাটে দিনাজপুর রংপুর-ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টা থেকে ওয়াজেদ ভবনের সামনে সমাবেশসহ অবস্থান কর্মসূচিতে অংশ নেয় তারা। প্রজ্ঞাপন জারির এক দফা পুরনের দাবিতে মুহুমুহু শ্লোগান দিয়েছে বিক্ষোভকারিরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষনা দিয়েছে ছাত্র নেতারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন