কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতার মেয়ের বিয়ের অনুষ্ঠান পন্ড করে দিয়েছে প্রশাসন। বিয়ের খাবার গুলো স্থানীয় একটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চরএলাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন (তোতা)র ১৪ বছর বয়সী মেয়ের সাথে পাশ্ববর্তী চরল²ী গ্রামের সাইফুল ইসলামের সাথে বিয়ের দিন ধার্য করা হয়। খবর পেয়ে দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. মাহফুজুর রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুর নবী নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বাড়ীতে অভিযান চালায়। পরে বাল্য বিয়ের ব্যপারে উভয় পক্ষকে মৌখিক ভাবে সতর্ক করা হয় এবং বিয়ের খাবার গুলো স্থানীয় একটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাল্য বিয়ের ব্যাপারে বর ও কনে পক্ষকে মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন