কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মিলনায়তনে কোস্পানীগঞ্জে ঈমাম পরিষদের উদ্যেগে গতকাল বুধবার সকালে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ ইসলামের ভূমিকা শীর্ষ ইসলামী সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা ঈমাম পরিষদের প্রধান উপদেষ্টা ও বসুরহাট আশ্রাফুল উলুম মাদ্রাসার মোহতামীম মাওলানা মোঃ মোস্তফা সুফি। প্রধান অতিথির রাখেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, সেমিনারে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মাওলানা মুফতি ইউসুফ কাসেমী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ ফজলে রাব্বি, মাওলানা আলী আহাম্মদ, মুফতি হাফিজ উল্যাহ প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন যারা ইসলামের নামে যারা জঙ্গিবাদ ঘটনার সাথে জড়িত তারা মুসলমান হতে পারে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন