শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কি অ্যান্ড কা

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

জীবন চলার পথে একদিন কাবির ওরফে কা (অর্জুন কাপুর) এবং কিয়া ওরফে কি’র (কারিনা কাপুর) পরিচয় হয়। কা একজন এমবিএ বিত্তশালী পরিবারের ডিগ্রিধারী তরুণ। অন্যদিকে কি একজন পেশাদার উচ্চাকাক্সক্ষী তরুণী। কি’র জন্মদিনে কা’কে কাঁদতে দেখা যায়। সে জানায়, সে তার মাকে মিস করছে। তার মা ছিল একজন শিল্পী কিন্তু নিজের ঘর সাজিয়ে গুছিয়ে রাখা ছিল তার অভ্যাস। কা জানায় মায়ের মতো হবার ইচ্ছা তার। সে কি’কে জানায় একজন গৃহ-স্বামী হওয়া তার জীবনের লক্ষ্য। কি’কেও একটি ঘর সামলাতে হচ্ছে। এই অবস্থায় কা তার চেয়ে তিন বছরের বড় কি’কে বিয়ের প্রস্তাব দেয় যাতে সে তার স্বপ্ন পূরণ করার জন্য ছুটতে পারে আর সে তার ঘর সামলাবে যেমন করে গৃহবধূরা ঘর ঘরগৃহস্থালির দেখাশোনা করে। কি যখন তার প্রমোশনের জন্য খেটে যাচ্ছে সেখানে কা পুরুষ হয়েও ঘর সামলাতে শুরু করে। পরিবারে নারী আর পুরুষ একেবারে বিপরীতে ভ‚মিকা পালন করতে থাকে কি আর কা। সমান অধিকারের নীতি নিয়েই তার পরিবার চালাবে এমন কথা ছিল কিন্তু একসময় দেখা যায় কর্তৃত্ব আসলে কি’র হাতে। স্বাভাবিকভাবেই একজন পুরুষ হিসেবে বৈষম্যগুলো কা’র নজরে পড়তে থাকে। তার মনে ধীরে ধীরে ধারণা জন্মে সে তাদের পরিবারে বঞ্চনার শিকার। তার চলাবলায় বিদ্রোহের ভাব দেখা যেতে শুরু করে তাদের দুজনের সম্পর্কে ঈর্ষা এসে জায়গা করে নেয়। একসময় যারা বোঝাপড়ার নীতি নিয়ে সংসার করতে চেয়েছিল তাদের মাঝে দূরত্ব বাড়তে শুরু করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন