শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ফার্নিচার ইন্টেরিয়র এক্সপো শুরু আজ

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশের ফার্নিচার এবং ইন্টেরিয়র ডেকোর পণ্যের সবচেয়ে বড় আয়োজন ‘বাংলাদেশ ফার্নিচার এন্ড ইন্টেরিয়র এক্সপো (বিএফআইডি) ২০১৮’ আজ শুরু হচ্ছে। গতকাল শনিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ কথা জানায় মেলা কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্রান্ডের প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ‘গন্তব্য বাংলাদেশ’ শীর্ষক এবারের মেলায় দেশের শীর্ষস্থানীয় সমস্ত ফার্নিচার এবং হোম ফার্নিশিং পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্ব স্ব পণ্যসম্ভার নিয়ে অংশগ্রহণ করবেন। প্রতিবারের মতো এবারও দেশ-বিদেশের বায়ার এবং বিপুল সংখ্যক ক্রেতাসাধারণ এই মেলায় আসবেন বলে আশা করেন আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ ফার্নিচার রপ্তানিকারক এসোসিয়েশান, বাংলাক্র্যাফট, বিজেডিপিএমইএ, বিএফআইওএ এবং জেডিপিসি। সংবাদ সম্মেলনে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস-চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য বলেন, আমাদের বিশ্বাস, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং দক্ষতা সেই জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে দেশ হিসেবে আমরা স্বপ্ন দেখতে পারি বাইরের দেশগুলোর জন্য ‘পরবর্তী গন্তব্য’ হতে পারার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন