শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আওয়ামী লীগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনকে ভয় পায় -ইসলামী ঐক্যজোট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ৪:৪১ পিএম

ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামীলীগ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনকে ভয় পায়। যেখানেই তারা নির্বাচনে ভরাডুবির আশংঙ্কা দেখে সেখানেই নির্বাচনকে স্থগিত করে। আগামী জাতীয় নির্বাচনকেও সরকার স্থগিত করে দিতে পারে। নেতৃবৃন্দ খুলনায় সিটি মেয়র নির্বাচনে ইসলাম ও গণতন্ত্রের পক্ষের প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকীব এডভোকেট এর সভাপতিত্বে ও বি-বাড়ীয়া সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাওলানা শওকত আমীন পীর সাহেব বি-বাড়ীয়ার পরিচালনায় গতকাল কমলাপুরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহাসচিব মাওলানা আব্দুল করিম খান, শায়খুল হাদীস আল্লামা আতাউর রহমান হবিগঞ্জী, মাওঃ সিহাব উদ্দিম কাসেমী, মাওঃ রিয়াদ আল হাসান, মাওঃ নাসির আল ফরিদী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন