ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : সবজি চাষের মাধ্যমে পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণ, বাড়তি আয় ও আর্থিকভাবে সাবলম্বীর লক্ষে ঠাকুরগাঁওয়ে ৩০০ প্রশিক্ষণপ্রাপ্ত উপকারভোগীর মাঝে বিনামূল্যে উন্নত জাতের সবজির বীজ বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও শাখা। গত বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার বালিয়াহাট মাদ্রাসা চত্বরে আনুষ্ঠানিকভাবে বীজ বিতরণ করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আরশেদ আলী ও ওয়ার্ল্ড ভিশনের এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিম। এ সময় এক আলোচনা সভায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, বেগুনবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বনি আমিন, সহকারী কৃষি কর্মকর্তা উজ্জ¦ল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন