শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে বিএনপির ইফতার মাহফিলে মারামারি আহত ৭

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১০:২৮ পিএম, ৩০ মে, ২০১৮

চট্টগ্রাম মহানগর বিএনপির ইফতার মাহফিলে মারামারিতে অন্তত ৭ জন আহত হয়েছে। গতকাল (বুধবার) নগরীর সার্কিট হাউস এলাকার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কনভেনশন সেন্টারের নিচতলায় ইফতার শুরুর আধা ঘণ্টা আগে দুই পক্ষ কথা কাটাকাটি থেকে হাতাহাতি-মারামারিতে জড়িয়ে পড়ে। পরে সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসময় সেখানে অনুষ্ঠানের প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মহানগর ও জেলার নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা জানান, ইফতার মাহফিলে ৬ হাজার মানুষের আয়োজন করা হয়। আগত বিএনপি কর্মীদের জন্য কনভেনশন সেন্টারের নিচতলায় এবং দ্বিতীয় তলায় সাংবাদিক ও সিনিয়র নেতাদের জন্য বসার ব্যবস্থা ছিল। নিচতলায় কয়েকজন কর্মীরা চেয়ারে বসা ও ইফতার নিয়ে একে অপরের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় কর্মীরা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে কিল-ঘুষি মারতে থাকে। কয়েকজন চেয়ার নিয়ে কর্মীদের মারতে শুরু করে। এতে বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয়। সন্ধ্যা ৬টা থেকে মাগরিবের আজান পর্যন্ত মারামারি এবং কনভেনশন সেন্টারের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
নগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মোঃ সিরাজ উল্লাহ সাংবাদিকদের বলেন, কর্মীদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। এক পর্যায়ে তারা মারমারিতে জড়িয়ে পড়েন। এতে ৭ জন আহত হয়েছে। পরে সিনিয়র নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নগর বিএনপিসাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, নিচতলায় প্রায় ৪ হাজার নেতাকর্মীর জন্য আয়োজন ছিল। কিন্তু এর মধ্যে বাইরের কিছু লোকজন চলে আসলে বিশৃঙ্খলা হয়। তবে এটি বিএনপির অভ্যন্তরীণ কোন কোন্দল বা বিরোধের ঘটনা নয়।
প্রসঙ্গত গত শনিবার একই ভেন্যুতে মহানগর আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কয়েক হাজার নেতাকর্মী সুশৃঙ্খলভাবে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ইফতার নিয়ে বিএনপির কর্মীদের মারামারির ঘটনায় নগরজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন