বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

পরিকল্পনা চূড়ান্ত না হলেও মিডল রক সম্প্রসারিত করা হবে : মাহাথির

কূটনীতিকদের সম্মানে মালয়েশীয় প্রধানমন্ত্রীর ইফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০১৮, ১২:০০ এএম

বিদেশি কূটনীতিকদের নিয়ে ইফতার করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডা. মাহাথির মোহাম্মদ। বুধবার পুত্রাজায়ায় তার কার্যালয়ে ৮৭টি দেশের কূটনীতিকরা এতে অংশগ্রহণ করেন। ইফতারে আগত রাষ্ট্রদূতদের সঙ্গে মাহাথির মোহাম্মদ কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী দাতুক ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল, স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবুসহ মন্ত্রিসভার সদস্যরা। এদিকে, মালয়েশিয়ার নতুন সরকার দেশটির সমুদ্র তীরবর্তী অঞ্চলে কয়েকটি দ্বীপ নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সমুদ্রতীরবর্তী এই অঞ্চল নিয়ে প্রতিবেশী সিঙ্গাপুরের সঙ্গে মালয়েশিয়ার আঞ্চলিক বিরোধ চলছে। দক্ষিণাঞ্চলের প্রতিবেশী এই দেশটির সঙ্গে একটি বড় রেল প্রকল্প বাতিল করার কয়েক দিনের মাথায় তিনি এই ঘোষণা দিলেন। ২০০৮ সালে আন্তর্জাতিক আদালত সিঙ্গাপুর প্রণালীর নিকটবর্তী ‘মিডল রক’ নামে স্থানটি মালয়েশিয়ার বলে রায় দেয়। একই সময়ে নেদারল্যান্ড ভিত্তিক এই আদালত নিকটবর্তী ‘পেড্রা ব্রংকা’ দ্বীপের মালিকানা সিঙ্গাপুরের বলে রায় দেয়। ‘পেড্রা ব্রংকা’কে নিজেদের দাবি করে মালয়েশিয়া গত বছর ওই রায়ের একটি পর্যালোচনা চেয়ে আবেদন করে। সিঙ্গাপুর কর্তৃপক্ষ রায়ের পর্যালোচনা করার জন্য মালয়েশিয়ার আপিলের বিরোধিতা করেছিল। এদিকে, বুধবার আন্তর্জাতিক আদালতের বরাত দিয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, মালয়েশিয়া এই অনুরোধ প্রত্যাহার করে নিয়েছে। মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বুধবার একটি সংবাদ সম্মেলনে বলেন, মালয়েশিয়ার ইতোমধ্যে ‘মিডল রকে’ অবকাঠামো নির্মাণ করেছে। তিনি বলেন, ‘মিডল রককে আমরা স¤প্রসারিত করতে চাচ্ছি যাতে আমরা আমাদের জন্য একটি ছোট দ্বীপ তৈরি করতে পারি।’ মাহাথির এই পরিকল্পনার বিস্তারিত বর্ণনা না দিয়ে কেবল বলেন পরিকল্পনাটি এখনো চূড়ান্ত করা হয়নি। মালয়েশিয়ার এই নির্মাণ পরিকল্পনার ব্যাপারে তাৎক্ষণিক সিঙ্গাপুর সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রয়টার্স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন