বিএনপি নেতারা অসুস্থ হলেও সরকারকে দায়ী করতে পারেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। তিনি বলেন, সামনে যদি মির্জা ফখরুল কিংবা রিজভী আহমেদ অসুস্থ হলে তারা বলে বসতে পারেন, এই অসুস্থতার জন্য সরকার দায়ী।
গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, তাদের নেত্রী জলে যাওয়ার পর তারা কী খেই হারিয়ে ফেলেছেন? সকল কিছুতেই তারা সরকারকে দোষ দেয়া শুরু করেছেন। সামনে যদি মির্জা ফখরুল কিংবা রিজভী আহমেদ অসুস্থ হলে তারা বলে বসতে পারেন, এই অসুস্থতার জন্য সরকার দায়ী।
এ সময় তিনি বলেন, বেগম জিয়ার জামিন দেয়া বা বাতিল করা আদালতের বিষয়, এখানে সরকারের কিছুই করার নেই। জাতীয় নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন