শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বকেয়া বেতন পরিশোধের দাবি: তানোর পৌরভবনে কর্মচারীদের তালা

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

রাজশাহীর তানোরে ৬ মাসের বকেয়া বেতন এবং ভবিষৎ তহবিল আনুতোষিক তহবিল পরিশোধের দাবিতে পৌরসভার কর্মচারীরা তানোর পৌর ভবনে তালা দিয়ে পৌর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকাল রবিবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত পৌর সভার সকল কর্যক্রম বন্ধ করে দিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। পরে দুপুর ১২টারদিকে পৌর সভার সকল কর্মচারি এক সংক্ষিত সভায় মিলিত হয়। এ সময় পৌর ভবনে মেয়র উপস্থিত ছিলেন না।
এসম উপস্থিত ছিলেন তানোর পৌর কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান, সদস্য সচিব বীমল চন্দ্র প্রমাণিক, অহেদুজ্জামান বাবু, ওমর আলী, তারিক আজিজসহ পৌর সভার সকল কর্মচারী বৃন্দুরা।
এসময় সংক্ষিত সভায় তানোর পৌর কল্যাণ কর্মকর্তা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বলেন তানোর পৌর সভার বাৎসরিক রাজ¦ আয় এক কোটি ৩৫ লাখ টাকা। আর কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ লাগে বছরে ৮৪ লাখ টাকা। কিন্তু সেই টাকা মেয়র বিভিন্ন ভাবে নিজের খেয়াল খুশি মতো খরচ করে আমাদেরকে বেতন ভাতা হতে বনিণ্ঞত করেন তিনি। ৬ মাস ধরে বেতন না পেয়ে প্রতিটি পরিবারই ভীষণ অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। তাই বকেয়া পরিশোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ নিয়ে তানোর পৌর সভার মেয়র মিজানুর রহমান মিজান জানান, আমি অফিসের কাজে ঢাকা অবস্থান করছি। তবে লোকমূখে শুনেছি। কর্মচারীরা বেতনে দাবিতে কর্মসূচি পালন করছেন। ঢাকা থেকে ফিরে ঈদের আগেই তাদের বেতন পরিশোধ করা হবে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন