বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বকেয়া বেতন-ভাতার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া দপ্তরী কাম প্রহরীরা তাদের বেতনের দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চের সামনে তারা এই মানববন্ধন করে। মানববন্ধনে মির্জাপুর উপজেলার ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীসহ কয়েকটি জেলার দপ্তরীরা যোগ দেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- উপজেলার হিলড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী নাছির মিয়া, গোড়াকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জামাল মিয়া, কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেলিম মিয়া, বগুড়া জেলার সারিয়াকান্দী উপজেলার নিজকর্নিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাজিমুল ইসলাম, দিনাজপুর উপজেলা খানসামা উপজেলার বাশুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোহরাব উদ্দিন, ময়মনসিং জেলার ফুলবাড়িয়া উপজেলার কালদহ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী শহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে অংশ গ্রহণকারী দপ্তরী কাম প্রহরীদের কাছ থেকে জানা গেছে, তারা গত বছর এপ্রিলের ১ তারিখে স্ব-স্ব উপজেলার নির্বাহী অফিসার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর সম্বলিত নিয়োগপত্র পান। নিয়োগপত্র পেয়ে তারা কর্মস্থলে যথারীতি কর্মরত রয়েছেন। কিন্ত দীর্ঘ ২০ মাস অতিবাহিত হলেও দপ্তরী কাম প্রহরীরা অদ্যাবধি কোন বেতন-ভাতা পাননি। দীর্ঘদিন বেতন না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে তারা বক্তৃতায় উল্লেখ করেন। অনতিবিলম্বে বেতন-ভাতা পরিশোধ করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবেন বলেও তারা উল্লোখ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন