রাজধানীতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির বাস ডিপোতে আগুনে ১৫টি বাস পুড়ে গেছে। এর মধ্যে আটটি বাস অকেজো। এছাড়া চারটি ডবল ডেকার, দুটি সিঙ্গেল ডেকার এবং একটি মিনিবাস
শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ রুমের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান জানান, শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বিআরটিসির বাস ডিপোতে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে আগুনে বিআরটিসির ১৫টি বাস পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন