শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ৮:৩৪ পিএম

সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন সরকার রাজনীতি থেকে মাইনাস করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটকে রেখেই ক্ষান্ত হয়নি। কারাগারে বিনা চিকিৎসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছে এছাড়া তিনি ৫ জুন কারাগারে মাথাঘুরে পড়ে যান এসময় তিনি ৫-৭ মিনিট অজ্ঞান ছিলেন। চিকিৎসক ও দলের পক্ষ থেকে বার বার দাবী জানানো সত্তে¡ত্ত সাবেক প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রেখে বাকশালী সরকার আইন ও মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে।
তারা বলেন, বিএনপি চেয়ারপার্সনের প্রতি অবৈধ ফ্যাসিস্ট সরকারের বর্বরতা ও অমানবিক আচরণ পাক বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে। কোন টালবাহানা ষড়যন্ত্র নয়, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁর সুকিচিৎসা নিশ্চিত করতে হবে। জনতার শান্তিপূর্ণ কর্মসুচীকে দুর্বলতা মনে করলে সরকারকে কঠোর মূল্য দিতে হবে।
গতকাল রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর বিএনপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন