বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা ও তার মুক্তির দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে খুলনার কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
বক্তব্যের শুরুতেই নজরুল ইসলাম মঞ্জু মাহে রমজানের শেষ পর্যায়ে এসে রাজপথে অবস্থার নিয়ে কর্মসূচি পালনের কারণে বড় বাজার এলাকায় ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হওয়ায় আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, এহতেশামুল হক শাওন প্রমুখ। এর আগে একই এলাকায় একই দাবিতে খুলনা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন