নাফনদীর পাড় থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গতকাল ভোর ৬টায় হোয়াইক্যং বিওপির সুবেদার মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে লম্বাবিল এলাকা দিয়ে ইয়াবাগুলো আটক করা হয়েছে।
২বিজিবির উপ-অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, মিয়ানমার থেকে ৩ জন লোক নৌকা যোগে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে অপেক্ষা করতে থাকে বিজিবির টহল দল। নৌকাটি বাংলাদেশের অভ্যন্তরে নদীর কিনারায় আসার সাথে সাথে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ১ লাখ পিস ইয়াবা ও ২৪ টি কাপড়ের বস্তা ফেলে চোরকারবারীরা লাফ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়। তিনি আরো জানায়, উদ্ধারকৃত উদ্ধারকৃত ইয়াবামূল্য ৩ কোটি টাকা। এছাড়াও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ধ্বংস করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন