শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রজনীকান্ত অভিনীত ‘কালা’র ভরাডুবি

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

হিন্দি ফিল্মের ক্ষেত্রে দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত’র গ্রহণযোগ্যতা একেবারে পড়ে এসেছে। তার চলচ্চিত্রগুলো প্রধানত নির্মিত হয় তামিল ভাষায়, তবে হিন্দিসহ ভারতের অন্যান্য ভাষায়ও এটি ডাব করে মুক্তি দেয়া হয়। গত শুক্রবার হিন্দিতে একমাত্র ফিল্ম ছিল রজনীকান্ত অভিনীত ‘কালা’। মাঠ ফাঁকা ছিল না, তবে সুযোগ ছিল। তাতেও ফিল্মটি সুবিধা করতে পারেনি, এমনকি অভিনেতার শেষ ফিল্ম ‘কাবালি’র চেয়েও এর অবস্থা খারাপ।
পিএ. রঞ্জিতের পরিচালনায় অ্যাকশন ফিল্ম ‘কালা’তে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছে নানা পাটেকর, সমুরথিরাকানি, আরুলডস, ঈশ্বরি রাও, হুমা কুরেশি, অঞ্জলি পাটিল, সুকন্যা, অরবিন্দ আকাশ, সায়াজি শিন্দে, রবি কালে, পঙ্কজ ত্রিপাঠি এবং সাকশি আগারওয়াল। প্রথম পাঁচ দিনে ফিল্মটির হিন্দি সংস্করণ আয় করেছে ৭ কোটি রুপি। সোমবার পর্যন্ত ‘বিরে ডি ওয়েডিং’-এর আয় ৭১.৭১ কোটি রুপি।
ছবিঃ কালা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন