শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রজনীকান্তের রাজনৈতিক দল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ৮:৫৭ পিএম

বেশ কিছুদিন ধরেই নিজের রাজনৈতিক দলের নকশা প্রস্তুত করছিলেন দক্ষিণ ভারতীয় ছবির সুপারস্টার রজনীকান্ত। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে নিজের রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন শিবাজী খ্যাত এই অভিনেতা।

আগামী বছরের মে মাসে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে লক্ষ্য করেই রাজনৈতিক দল গঠন করছেন রজনীকান্ত। আরএমএম (রজনী মক্কল মন্দরম) নেতাদের অনেকে জানিয়েছেন মঙ্গলবার তারা রজনীকান্তের অফিস থেকে ফোন পেয়েছেন। বৃহস্পতিবার সকাল নয়টায় চেন্নাইয়ে রজনীকান্তের মালিকানাধীন একটি ম্যারেজ হলে তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

একারণে ধারণা করা হচ্ছে এদিন রাজনৈতিক দলের কথা ঘোষণা করা হতে পারে।

রজনী এখন ব্যস্ত আছেন তার পরবর্তী ছবি ‘আন্নাটথে’ ছবির শুটিং নিয়ে। ছবিটি পরিচালনা করছেন সিরুথাই শিবা।

এছাড়াও বিয়ার গ্রিলসের জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ অ্যাডভেঞ্চারে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। শুটিং শেষ হয়েছে। ডিসকভারির এই জনপ্রিয় অনুষ্ঠানের পর্বটি প্রচার হবে ২৩ মার্চ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন