বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

ইমরানের বিরুদ্ধে লড়বেন শতবর্ষী বিবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

পাকিস্তানে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে জাতীয় পরিষদের ৩৫ নম্বর আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শতবর্ষী নারী হজরত বিবি। খাইবার পাখতুনওয়ার বান্নু জেলায় ইমরানকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। জাতীয় পরিষদের ওই আসনের বাইরেও প্রাদেশিক পরিষদের একটি আসনে লড়বেন এই নারী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন তিনি। তবে এই প্রথমই হজরত বিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না। অতীতেও তিনি পাঁচবার নির্বাচনে অংশ নিয়েছেন। তবে প্রতিবারই জিততে ব্যর্থ হয়েছেন। নিজের আসনে জিতলে জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নিজের এলাকায় ব্যক্তিত্ব ও প্রতিশ্রুতির জন্য পরিচিত মুখ হজরত বিবি বলেন, ‘নির্বাচনে সফল হলে আমি নারী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেবো।’ ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
মারুফ ১৪ জুন, ২০১৮, ৭:৪৬ এএম says : 0
আমার কেন জানি মনে হচ্ছে হজরত বিবি জিতবেন
Total Reply(0)
শামীম ১৪ জুন, ২০১৮, ৭:৪৬ এএম says : 0
সম্প্রতি ইমরান সম্পর্কে যেসব তথ্য বের হচ্ছে, তাতে সে হারার সম্ভাবনাটাই বেশি
Total Reply(0)
রাসেল ১৪ জুন, ২০১৮, ৭:৪৭ এএম says : 0
ষষ্ঠবারের মত এবারও হজরত বিবি ব্যর্থ হবেন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন