শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের (৫৩) ট্রেনে কাটা পড়া লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের বাগিচা নামক এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।
পুলিশের ভাষ্য তার লাশটি ট্রেনে কাটা পড়া ছিল। তিনি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
নিহত সুমন জাহিদের শ্যালক সরোয়ার আলম সাংবাদিকদের জানান, ট্রেনে কাটা পড়ে লাশ বিকৃত হয়ে গেছে। নিহত সুমন দুই সন্তানের জনক ছিলেন।
সুমন জাহিদ উত্তর শাহজাহানপুর এলাকায় থাকতেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষী ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন