দ্বিতীয় দিনেই ‘রেইস থ্রি’ খেই ধরতে পেরেছে। প্রথম দিনের ২৯.১৭ কোটি রুপি আয় দেখে সালমান খানের ভক্তরা কিছুটা নিরাশ হয়ে পড়েছিল। কিন্তু দ্বিতীয় দিনের ৩৮.১৪ কোটি রুপি আয়ে যেমন একটি নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে তেমনি ফিল্মটি সম্ভাবনা অনেক বাড়িয়ে দিয়েছে। এটি সালমান অভিনীত ফিল্মগুলোর ক্ষেত্রে দ্বিতীয় দিনের সর্বোচ্চ আয়। দুই দিনের আয়ে ফিল্মটি এখন শুধু ‘সুলতান’ (৭৩.৮৬ কোটি রুপি), ‘প্রেম রতন ধন পায়ো’ (৭১.৩৮ কোটি রুপি) এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর (৬৯.৪০ কোটি রুপি) পিছে আছে। কোনও অঘটন না ঘটলে আজ রবিবারের আয়েই ফিল্মটি ১০০ কোটি ক্লাবের সদস্য হবে।
রেমো ডি’ সুজা পরিচালিত অ্যাকশন থ্রিলার ফিল্মটিতে সালমান ছাড়াও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ, ববি দেওল, অনিল কাপুর, সাকিব সেলিম, ফ্রেডি দারুওয়ালা, ভিকি কৌশল, সোনাক্ষি সিনহা এবং অমিত সাধ। ফিল্মটি ১৫০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে। এর সিংহভাগই উঠে এসেছে রেকর্ড সৃষ্টিকারী ১৩০ কোটি রুপি স্যাটেলাইট প্রদর্শন সত্ত্ব থেকে। এর আগে এই রেকর্ডটি (১১০ কোটি রুপি) ছিল আমির খানের ‘দাঙ্গাল’-এর।
সাইফ আলি খানের অভিনয়ে ‘রেইস’ সিরিজের প্রথম দুটি পর্ব যথাক্রমে মুক্তি পেয়েছে ২০০৮ এবং ২০১৩তে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন