শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভ্যানচালক খুন

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:০৮ পিএম

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কামরুল ইসলাম (২৬) নামে এক পিকআপ ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে টঙ্গী মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের সঙ্গে থাকা মো. রফিক জানান, ময়মনসিংহ থেকে ডাববোঝাই করে ঢাকায় আনার পথে টঙ্গী মিলগেট এলাকায় পিকআপ ভ্যানটি থামিয়ে তারা ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে ভোরে চার যুবক এসে তাদের পিকআপ ভ্যান ছিনতাইকালে তারা বাধা দেন। এতে ছিনতাইকারীরা চালক কামরুলকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। রফিক গাড়িটির চাবি নিয়ে দ্রুত কিছুটা দূরে সরে যান।
ছিনতাইকারীরা চলে যাওয়া পরে কামরুলকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন রফিক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে দায়িত্বরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
১ জুলাই, ২০১৮, ১:৩৭ পিএম says : 0
চিনতাকারী ফাশি চাই
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন