রাজধানীর কাফরুল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিজানুর রহমান (৪৫) নামে এক ডেকোরেটর ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার রাতে সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী ইব্রাহিমপুর এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাফরুল থানার পরিদর্শক মো. আসলাম হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় ডেকোরেটর ব্যবসায়ী মিজানুর রহমানকে তার বাসার সামনে কয়েকজন দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পুলিশের একটি টিম উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এ বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। নিহতের স্ত্রী বাদী হয়ে রোববার থানায় এ ব্যাপারে মামলার করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন