নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে টিটু মিয়া (২৫) নামে এক লোড-আনলোড শ্রমিক খুন হয়েছেন। ফতুল্লার পাগলা তালতলা এলাকায় রোববার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত টিটু মিয়া চাঁদপুর জেলার মতলব থানার মাথাভাঙা গ্রামের মোখলেছ মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে নিহতের বাবা মোখলেছ মিয়া জানান, রাতে কাজ করে টিটু ভোরে একটি দোকানের ব্যাঞ্চে শুয়েছিল। সকালে দেখেন টিটু সেই ব্যাঞ্চের নিচে পড়ে আছেন। এতে আশপাশের লোকজন ছুটে এসে দেখেন টিটুর শরীর রক্তাক্ত।
পরে খবর দিলে আমি এসে ছেলের লাশ শনাক্ত করি। আমি হত্যাকারী দুর্বৃত্তদের বিচার চাই।
তিনি আরও জানান, আমার দুই ছেলের মধ্যে টিটু ছোট। তার উপার্জন দিয়ে আমার সংসার চলে। এখন আমার কী হবে।
ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন