কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. সোহেল নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুয়েল উপজেলার সুখিয়া ইউনিয়নের অমরপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোহেল জাঙ্গালিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে জাঙ্গলিয়া সুখিয়া সড়কে তার গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ওসি আজহারুল ইসলাম সরকার (পিপিএম) জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে মোটরসাইকেলের সূত্র ধরে দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন