বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফুলপুরে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

 ময়মনসিংহের ফুলপুরের রাজ মামুদ টেকের খালের উপর স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো তৈরি করেছেন এলাকাবাসী। এতে পাঁচ সহস্রাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। জানা যায়, মামুদ টেকের খাল ফুলপুর ও হালুয়াঘাট উপজেলার আটটি গ্রামকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে। ব্রিজ না থাকায় স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসিকে তিন কিলোমিটার ঘুরে যেতে হয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসি একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। ব্রিজ না হওয়ায় তায়েব ফাউন্ডেশন নামে সংগঠনের সভাপতি সাহেব হাসান ও স্থানীয় শিক্ষকদের নেতৃত্বে যুবকরা গ্রামবাসীর কাছ থেকে অর্থ ও বাঁশ সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে এ বাঁশের সাঁকো নির্মাণ করেন। সাঁকো নির্মাণের ফলে আসন্ন বর্ষা মৌসুমে পুড়াপুটিয়া, পুটিয়া, মারুয়াকান্দি, ফুটিয়াকান্দি, বিষুমপুর, দড়িপাড়া, আমতৈল, ঝাউগড়াসহ আশ পাশের আটটি গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ হাবিবুর রহমান জানান, আগামী অর্থ বছরে প্রকল্পের মাধ্যমে একটি ব্রিজ নির্মাণের চেষ্টা করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন