কোন পারিশ্রমিক নয়, এবার বিনা বেতনেই আর্জেন্টিনার কোচ হতে চান দেশটির সর্বকালের সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। সম্প্রতি ভেনেজুয়েলার এক টিভি অনুষ্ঠানে কথাটি জানান তিনি।
রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় পর্বে এসে ফ্রান্সের কাছে হেরে এবারের আসর থেকে বিদায় নিলো দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের বিদায়ে হতাশ গোটা বিশ্ব। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের প্রায় সব দেশেই মেসিদের বিদায়ে বিশ্বকাপের আমেজ ফিকে হয়ে গেল। রাশিয়া থেকে আর্জেন্টিনার চলে যাওয়ায় সবখানেই একটি গুঞ্জন ডালপালা বেঁধেছে। আর তা হলো- আবারো কোচ ছাটাই হচ্ছে দলটির। আর্জেন্টাইন শিবিরে এই কোচ ছাটাই গুঞ্জনটি ভেসে বেড়াচ্ছে বেশ ক’দিন ধরেই। তাই বর্তমান কোচ সাম্পাওলিকে ছাটাই করা হলে পরবর্তীতে কে দায়িত্ব নিবেন আর্জেন্টিনা ফুটবলের তা নিয়েও ইতোমধ্যে কাটাছেড়া শুরু করে দিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম। আর এরই মাঝে নতুন করে বোমা ফাটালেন আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনা। আবারো আর্জেন্টিনার কোচ হতে মত প্রকাশ করলেন তিনি। এবং বিনা বেতনেই তিনি কোচ হতে রাজি আছেন বলে জানান। ভেনেজুয়েলার ওই টিভি অনুষ্ঠানে ম্যারাডোনা বলেন,‘আমি আবারো আর্জেন্টিনার কোচ হতে আগ্রহী। এবং আমি বিনা বেতনেই এ দায়িত্ব পালন করতে চাই। যদিও আমি ফেরার ব্যাপারে এখনও কিছু বলিনি।’
বোকা জুনিয়র্স এবং নেপোলির শিরোমণি ম্যারাডোনা ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন। তার অধীনে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছিলেন মেসিরা। এবার রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার প্রত্যেকটি ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন ’৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক। আর্জেন্টিনার বিদায়ে অন্য সব আর্জেন্টাইনদের মতো তিনিও যে ব্যথিত সেটিও স্বীকার করেন এই ফুটবল বিস্ময়। ম্যারাডোনার কথায়, ‘মানুষ ভাবছে আমি খুব খুশি হয়েছি কিন্তু আমার মন ভেঙ্গে গেছে। এমন হারে খুব ব্যথিত আমি। কত স্বপ্ন নিয়ে আমরা এসেছিলাম এবং দ্রæতই সবকিছু ধুলোয় মিশে গেল।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন