পূর্বাচল আমেরিকান সিটির আয়োজনে চারদিনব্যাপি একক আবাসন মেলা ঢাকার হোটেল ওয়েস্টিনে আজ বৃহষ্পতিবার থেকে শুরু হচ্ছে। এ মেলার আয়োজন করেছে বাংলাদেশে আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা এসেট্স। ইতিমধ্যে বন্দরনগরী চট্টগ্রাম, আমেরিকার নিউইয়র্ক ও কানাডার টরেন্টোতে মেলা অনুষ্ঠিত হয়েছে। দেশে এবং বিদেশের মেলাগুলোতে প্রচুর সংখ্যক দর্শকের আগমন ঘটে এবং আশানুরূপ সাড়া মিলেছে। পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন অঞ্চলে এবং দেশের বিভিন্ন জেলা শহরে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা আয়োজনের পরিকল্পনা করছে ইউএস-বাংলা এসেট্স। আগামী রোববার পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। এছাড়া বিশে^র বিভিন্ন দেশে বাংলাদেশী অধ্যূষিত বিভিন্ন শহরে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলার পরিকল্পনা নিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন