নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল কবির তালুকদারের পিতা তালুকদার আব্দুল আজিজ মাস্টার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহির রাজিউন। তিনি গতকাল (বুধবার) সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে আব্দুল আজিজ মাস্টারের বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোক বার্তায় মির্জা ফখরুল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। অপর এক শোক বার্তায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানও মরহুমের রুহের মাগফেরাত কমনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শোক সইবার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন