শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শুরু হচ্ছে সুলতান সুলেমানের নতুন সিজন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৭ এএম

হুররাম সুলতানের পর অটোম্যান সাম্রাজ্যের অন্যতম মহিয়সী নারী হয়ে উঠে সুলতান আহমেদের সহধর্মিণী কোসেম সুলতান। এক সাধারণ গ্রীক বণিকের কোমলমতি মেয়ে ‘আনাস্তাসিয়া’ যে পরবর্তীতে মাহপেইকার এবং সর্বশেষ ওকাসেম উপাধি লাভ করে। হুররাম সুলতানের মতই বারবার প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয় কোসেম এবং সর্বশেষ পিতার হত্যার প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে শক্তিমান করে তোলে। ধীরে ধীরে কোসেম সুলতান এতটাই প্রভাবশালী হয়ে উঠে যে হুররাম সুলতানের মত লুকিয়ে নয় বরং প্রকাশ্যে সাম্রাজ্যের নানা বিষয়াদি নিজের নিয়ন্ত্রণে রাখে। এক পর্যায়ে কোসেমই সাম্রাজ্য পরিচালনা করে। দাসী আনাসাতাসিয়া থেকে কোসেম সুলতান হয়ে উঠা এই নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে মেগা সিরিয়াল সুলতান সুলেমান : কোসেম। তুরস্কের ভাষায় নির্মিত সিরিয়ালটির বাংলায় ডাবিং করে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছিলো গত ১৭ ফেব্রæয়ারি থেকে। সুলতান সুলেমানের সপ্তম সিজন হিসেবে এটি প্রচার হচ্ছিলো। আগের সিজনলোর মতোই জনপ্রিয়তা পেয়েছে নতুনটিও। গত ২১ জুন প্রচার হয় এই সিজনের সর্বশেষ পর্ব। নতুন খবর হচ্ছে, আবারও শুরু হচ্ছে সুলতান সুলেমান : কোসেমর নতুন গল্পের প্রচার। দীপ্ত টিভিতে আগামী ২১ জুলাই থেকে প্রতি শনি-বৃহ¯পতিবার রাত ৭টা ৩০ মিনিট এবং রাত ১০টায় প্রচার হবে এটি। সুলতান সুলেমানের অষ্টম সিজন হিসেবে দেখা যাবে নতুন পর্বগুলো। দীপ্ত টিভির ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজনে এই খবর নিশ্চিত করেছেন চ্যানেলটির সিইও কাজী উরফী আহমদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন