শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সঞ্জু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৭ এএম

কাহিনীর শুরু সঞ্জয় দত্ত ওরফে সঞ্জুর (রণবীর কাপুর) বিশেষ ব্যবস্থায় কারাগার থেকে সাময়িক মুক্তি পাওয়া থেকে। বাড়িতে অবৈধ অস্ত্র রাখার জন্য তাকে আটক করা হয়েছিল। তার স্ত্রী মান্যতা (দিয়া মির্জা) একটি জীবনী প্রকাশ করে সারা দুনিয়ার সামনে তার একটি পরিষ্কার ইমেজ প্রতিষ্ঠার জন্য উইনি (আনুশকা শর্মা) নামে এক জীবনীকারের সঙ্গে আগে থেকেই যোগাযোগ করে রেখেছিল। সঞ্জুর মুখ দিয়ে প্রকাশিত হয় তার জীবনের ঝড়ো কাহিনী। কিভাবে সে সঞ্জুতে পরিণত হয় আর কিভাবে সে মাদকাসক্ত হয়েছিল। তার এই উঁচু নিচু চলার পথে তার কয়েকজন বন্ধু কিভাবে ভূমিকা রেখেছিল তারও প্রকাশ করে সে। এই বন্ধুদের মধ্য আছে- কানহাইলাল কাপাসি (ভিকি কৌশল) আর জুবিন (জিম সার্ভ)। কিভাবে সে সন্ত্রাসবাদী হিসেবে পরিচয় পায় তাও প্রকাশ করে সে। তার জীবনে বাবা সুনীল (পরেশ রাওয়াল) আর মা নার্গিসের (মনীষা কৈরালা) প্রভাব দেখানো হয়েছে ফিল্মটিতে।
বলিউড শীর্ষ পাঁচ
১ সঞ্জু
২ রেইস থ্রি
৩ বিরে দি ওয়েডিং
৪ ভবেশ জোশি সুপারহিরো
৫ পরমাণু : দ্য স্টোরি অফ পোখরান

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন