রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টঙ্গীতে চার লেন সড়কের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

টঙ্গীতে ৪৯ কোটি টাকা ব্যয়ে টঙ্গী-উত্তরা কামারপাড়া বাইপাস সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণ ও তুরাগ নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ জাহিদ আহসান রাসেল। গতকাল শুক্রবার সকালে বিশ্ব ইজতেমা ময়দানে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রজব আলী, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, নূরুল ইসলাম নূরু, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহŸায়ক সাইফুল ইসলাম, সদস্য কাইয়ুম সরকার, বিল্লাল হোসেন মোল্লাসহ বিশ্ব ইজতেমা মাঠের জিম্মাদার প্রকৌশলী মেজবাহ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, এই টঙ্গী-উত্তরা কামারপাড়া সড়কটি চার লেনে উন্নীতকরণ কাজ শেষ হলে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লী ও টঙ্গী-উত্তরা-আশুলিয়া সড়কে চলাচলকারী যানবাহনসমূহ অনেকটা যানজটমুক্ত পরিবেশে যাতায়াত করতে সক্ষম হবে। এছাড়াও বিশ্ব ইজতেমার সময় মুসল্লীদের চলাচলের জন্য এই চার লেন সড়কটি ব্যবহার করে মুসল্লীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন