রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় মামলা

গোপালগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও গ্রামবাসীর সংঘর্ষ, ব্যবসা-প্রতিষ্ঠান, যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের কাজে বাধা ও আহত করার অভিযোগে গোপালগঞ্জ সদর থানার এসআই সুশান্ত কুমার খান বাদি হয়ে ৭শ’ থেকে ৮শ’ গ্রামবাসী ও শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। অন্যদিকে, শিক্ষর্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের মার্কেটে ব্যাপক ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় মার্কেট মালিক সাজেদা বেগম ৪৭ জনের নাম উল্লেখ সহ ৭-৮শ’ জন অজ্ঞাত শিক্ষার্থীকে আসামি করে থানায় অপর একটি মামলা দায়ের করেছেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম মামলা দায়েরের খবর নিশ্চিত করে জানান, গত শুক্রবার রাতে এ মামলা দু’টি দায়ের করা হয়। তিনি আরো জানান, গত ৪ জুলাই রাতে ও ৫ জুলাই দিনভর বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও গোবরা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, যানবাহন ভাঙচুর, মোটরসাইকেলে আগুন ও বিশ্ববিদ্যালয়ের সামনের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী, ৪ পুলিশ সদস্য ও গ্রামবাসীসহ অন্তত ৫০ জন আহত হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন