নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রিক্সা চালক সাইফুল ইসলামকে যাবজ্জীবন তৎসহ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।
নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা গতকাল রবিবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাইফুল ইসলামের বাড়ী নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল হাই মিয়া।
জেলা জজ আদালতের পি পি এডভোকেট সাইফুল আলম প্রদীপ জানান, ফরিদপুর গ্রামের রিক্সা চালক সাইফুল ইসলাম সংসারের অভাব অনটন ও দাম্পত্য কলহের জের ধরে বিগত ২০১৭ সালের ২৮ আগষ্ট সন্ধ্যায় স্ত্রী রুমা আক্তারকে নয়ন মিয়ার পুকুর পাড়ে কুিপয়ে দিয়ে হত্যা করে। পুলিশ রাতেই তাকে আটকের পর ঘাতক সাইফুল পুলিশের কাছে হত্যাকান্ডের ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরদিন ২৯ আগষ্ট নিহতের ভাই মোমেন মিয়া বাদী হয়ে ভগ্নিপতি সাইফুল ইসলামকে একমাত্র আসামী করে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৫ অক্টোবর সাইফুলের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন