শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইউজিসির সাথে কুবির বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি

কুবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১২:০৫ এএম

 বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (২০১৮-১৯) অর্থবছরের বিভিন্ন লক্ষ্যমাত্রা নিয়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সম্পন্ন হয়েছে। গতকাল রেববার সকালে কমিশনের মিলনায়তনে ইউজিসি সদস্য প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলীর সভাপতিত্বে এ চুক্তি সাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এমরান কবির চৌধুরী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষে কমিশন সচিব ড. মোঃ খালেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মোঃ আবু তাহের। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মধ্যে আগামী এক বছরে বিশ্ববিদ্যালয়ে নতুন কতটি বিভাগ খোলা হবে, ল্যাবের আধুনিকায়ন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ণের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের কথা রয়েছে। উল্লেখ্য, সরকারী কর্মব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের (২০১৮-১৯) অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদনের অংশ হিসেবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন