শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার হয়নি, কাউন্সিলর পদে ৬ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১০:০৬ পিএম | আপডেট : ১০:৪১ পিএম, ৯ জুলাই, ২০১৮

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আজ চারজন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এ নিয়ে মোট ৬জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ । তবে মেয়র পদে কোন প্রার্থী প্রত্যাহার করেননি। এতে করে ৩০ জুলাই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৭জন, সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৬২জন, সাধারণ কাউন্সিলর পদে ১২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১২৭ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ২০ নং ওয়ার্ডের ১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। তার নাম আজাদুর রহমান আজাদ। এবারের মতো টানা ৪ বার কাউন্সিলর হওয়ার গৌরব অর্জন করলেন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক ছাত্রলীগ নেতা মিটু তালুকদার সোমবার মনোনয়ন প্রত্যাহার করায়, আজাদের বিজয় নিশ্চিত হয়ে যায়। এদিকে মনোনয়ন প্রত্যাহার বিষয়টি নিশ্চিত করেন সিলেট সিটি কর্পোরেশনের সহকারী রিটার্নিং অফিসার উত্তম কুমার। তিনি আরো জানান, এ ৬ জনের মধ্যে গতকাল ২জন প্রার্থী ও আজ ৪ জন প্রার্থী রয়েছেন। আজ সোমবার মনোনয়ন প্রত্যাহার করে নেয়া ৪ প্রার্থীরা হলেন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সিরাজ খান, ১৪ নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম শামীম, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিঠু তালুকদার ও ২৫ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মো: আফজল উদ্দিন। গত রবিরার মনোনয়ন প্রত্যাহার করে নেয়া ২ জন প্রার্থী হলেন, ২১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এনামুল হক এবং ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খসরু আহমদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন