শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জালাল

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহে কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করলেন প্রফেসর মো. জালাল উদ্দিন। প্রেসিডেন্টের আদেশক্রমে আগামী চার বছরের জন্য তিনি এ নিয়োগ পেলেন।
প্রফেসর জালাল উদ্দিন ২০১৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে সিলেকশন গ্রেডের প্রফেসর হিসেবে অবসরে যান। শিক্ষা জীবনে তিনি রাবি থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি নেন। পরবর্তীতে স্কলারশিপ পেয়ে তিনি ইংল্যান্ডের রিডিং ইউনিভার্সিটি থেকে উচ্চরত ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮১ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক নেতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়কের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও রাবিতে সিন্ডিকেট, সিনেট সদস্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিবের মত গুরুত্বপূর্ন দায়িত্ব সফলতার সাথে পালন করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন