রিজেপ তায়িপ এরদোগানের পুনরায় তুরস্কের প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তুর্কি প্রেসিডেন্টের জন্য উপহার হিসেবে তিনি ১০০ কেজি আম নিয়ে গেছেন বলে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তুরস্কে দেড় দশকের শাসনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলেও এবারের প্রেসিডেন্ট নির্বাচনেও জয় পেয়েছেন এরদোয়ান। গতকাল সোমবার রাতে তাঁর অভিষেক অনুষ্ঠান হয়।
পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, তুরস্কের রাজধানী আঙ্কারায় ওই অনুষ্ঠানে যোগ দিতে মন্ত্রী মুস্তফা কামাল সোমবার ভোর সাড়ে ৬টায় ঢাকা ছেড়েছেন।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে পরিকল্পনামন্ত্রী তুরস্কের প্রেসিডেন্টের জন্য উপহার হিসাবে বাংলাদেশের মৌসুমী ফল ১০০ কেজি আম নিয়েছেন,’ বলা হয় মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। এরদোয়ানের শপথ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন