কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ পদে আরিফ মাহামুদকে নির্বাচিত করা হয়েছে। গতকাল দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি এ কে এম সামসুল হক ও সাধারণ সম্পাদক আলহাজ আবুল হাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নবনর্বাচিত সাংগঠনিক সম্পাদক আরিফ মাহামুদ বিএনপির একজন ত্যাগী ও নিষ্ঠাবান কর্মী। তিনি দক্ষতার সাথে দীর্ঘদিন ধরে কুমিল্লা (উত্তর) জেলা জাসাসের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন দাউদকান্দি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক-২ নির্বাচিত হওয়ায় আরিফ মাহামুদকে অভিনন্দন জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন