বিআরটিসি একটি সেবামূলক সরকারি সংস্থা। ব্যবসা করা এই সংস্থার উদ্দেশ্য নয়। কিন্তু তা সত্তে¡্বও বিআরটিসি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসে শিক্ষার্থী/কর্মচারী আনা-নেওয়ার জন্য বিপুল সংখ্যক বাস ইজারা দিয়ে রেখেছে! সকালে যাওয়া ও বিকালে আসা ছাড়া এ বাসগুলিকে সারা দিন অলসভাবে বসিয়ে রাখা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা/সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে বিপুল সংখ্যক দোতলা বাসকে যাত্রী পরিবহন না করে অলস বসে থাকতে দেখা যায়। এদিকে নগরবাসীকে বাসের অভাবে প্রাইভেট বাস-মিনিবাসে বাদুরঝোলা হয়ে যাতায়াত করতে হচ্ছে। বিআরটিসি গঠিত হয়েছে টাউন সার্ভিস বাস হিসেবে চলাচলের জন্য, কর্মচারী পরিবহনের জন্য নয়। তাই শিক্ষার্থী-কর্মচারী পরিবহনের ইজারা বাতিল করে বিআরটিসির সমস্ত বাসকে নগর পরিবহনে যুক্ত করার জন্য সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আলী হায়দার
পল্লবী, ঢাকা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন