কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা পাহাড়ের ছড়ায় দুই ব্যক্তির লাশ পাওয়াগেছে। এদের পরিচয়ও মিলেছে। তবে তাদের খুনের কারণ জানাযায়নি।
এদের একজন লেদা এলাকার ইউপি মেম্বার নুরুল হুদার ভাই শামসুল হুদা (২৭)। অন্যজন লেদা রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের রোহিঙ্গা নাগরিক রহিম উল্লাহ (৩০)।
শুক্রবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় স্থানীয়রা বনের ভেতরে যাওয়ার সময় ছড়ায় ওই দুইজনের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারাস্থানীয়রা জানান, শামসুল হুদার লাশটি গলা কাটা ও রহিম উল্লাহর গলায় ফাঁস লাগানো ছিল। দুইটি লাশই ছড়ার পানিতে ভাসমান অবস্থায় রয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন